Walton
News

মাস্টারকার্ড ও ব্যাংক এশিয়া চালু করছে ‘ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড’

ব্যাংক এশিয়া ওয়ার্ল্ড-এলিট-মাস্টারকার্ড

মাস্টারকার্ড ও ব্যাংক এশিয়া চালু করছে ‘ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড’

মাস্টারকার্ড ও ব্যাংক এশিয়া পিএলসি যৌথভাবে ‘ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড’ ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২রা মে) ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্ডের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে ভ্রমণের সময় নানা আকর্ষণীয় অফার ও সুযোগ-সুবিধা পাবেন গ্রাহকরা।

অভিজাত শ্রেণির ভোক্তা বাজারকে লক্ষ্য করে নতুন এ কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে কার্ডহোল্ডাররা বিভিন্ন প্রিমিয়াম ফ্যাশন বুটিকে কেনাকাটায় এবং জিম ও সাঁতারের জন্য সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আকর্ষণীয় অফার পাবেন৷

দেশজুড়ে সাত হাজারের বেশি রেস্তোরাঁ ও লাইফস্টাইল পণ্য কেনাকাটায়ও ডিসকাউন্ট উপভোগ করার সুযোগ পাবেন গ্রাহকরা।

যারা বিদেশে ভ্রমণ করছেন, তাদের জন্য সেরা রেস্তোরাঁগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে বুকিং সুবিধাসহ বিলাসবহুল হোটেলে বিনামূল্যে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিচ্ছে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ক্রেডিট কার্ড।

কার্ডহোল্ডাররা ফ্লেক্সিরোমের মাধ্যমে বিনামূল্যে গ্লোবাল রোমিংয়ের পাশাপাশি পাবেন ৩ জিবি ডেটা সুবিধা৷ এছাড়া তারা ১২০টি দেশের ১৪ শরও বেশি বিমানবন্দর লাউঞ্জে সেবা নিতে পারবেন। কার্ডহোল্ডারদের জন্য আরও রয়েছে বিশ্বের যে কোনো জায়গার এটিএম থেকে টাকা তোলার সুবিধা।

এসব সুযোগ-সুবিধা ছাড়াও, ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ক্রেডিট কার্ডধারীরা ফ্লাইট বুকিং, জনপ্রিয় হোটেল ও রিসোর্টে ‘মিট অ্যান্ড গ্রিট’ সার্ভিসের পাশাপাশি ভ্রমণ ভিসা সহায়তায় ১০ হাজার টাকার ভাউচার বা ক্যাশব্যাক পাবেন।

নতুন কার্ডটিতে আরও রয়েছে মাস্টারকার্ড কনসিয়ার্জ সার্ভিস। এ সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের টিকিট কেনা এবং হোটেল রিজার্ভ করার মত দৈনন্দিন কাজের চাহিদা অনুযায়ী ব্যক্তিগত সহায়তা নিশ্চিত করা হবে।

মাস্টারকার্ডের সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা বলেন, “ডিজিটাল লেনদেন নিরাপদ ও ফলপ্রসূ করতে মাস্টারকার্ড প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রমণ ও জীবনযাপনে সুযোগ-সুবিধা দিতে ক্রমাগত সহায়তা করে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ক্রেডিট কার্ড। বিভিন্ন কাজে কার্ডহোল্ডাররা যেন একটি সমৃদ্ধ অভিজ্ঞতা এবং মানসিক শান্তি উপভোগ করতে পারেন, সেই নিশ্চয়তা দেয় এই কার্ড।”

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, “ব্যাংক এশিয়া ও মাস্টারকার্ডের মধ্যে এই সহযোগিতাপূর্ণ সম্পর্ক বাংলাদেশে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের ভূমিকাকে শক্তিশালী করে। নতুন কার্ডটি দেশব্যাপী এবং বিদেশে অসাধারণ ও বিশেষ অফার সুবিধা প্রদানের মাধ্যমে অভিজাত শ্রেণির ভোক্তাদের চাহিদা পূরণ করবে।”

 

CATEGORY SPONSORS
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Walton
To Top