Walton
Brand Practitioners

করোনা নিয়ে ভিডিও ক্যাম্পেইন প্রস্তুতি

প্রান্তিক সীমায় বাসকারী মানুষের জন্যে এইটা খুব ভয়াবহ পরিস্থিতি। অনেক বড় বড় কর্পোরেট এগিয়ে আসছে তাদের পাশে দেখে ভাল লাগছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুল রাতদিন কাজ করে যাচ্ছে। নতুন নতুন উদ্যোগও যুক্ত হচ্ছে বাংলাদেশকে রক্ষা করার এই যুদ্ধে।

এদের পাশাপাশি মধ্যম সারির কর্পোরেট পেশাজীবীরাও রিস্কে আছে। তাদের রিস্ক হয়ত ভাতের না। তাদের রিস্কটা অন্যখানে। পুরো ইকোনমি যেহেতু তাদেরকে কেন্দ্র করে ঘুরে তাই তাদের কথাও আমাদের ভাবতে হবে। এদের অনেকের কাছে বাসায় বসে কাজ করা একেবারে নতুন, অজানা ভয়েও অনেকে আক্রান্ত, জব মার্কেটের পরিসস্থিতি কোন দিকে যাচ্ছে কেউ জানেনা, অর্থনৈতিক মন্দা কতদূর নিয়ে যাবে সেটা নিয়ে কম বেশী সবাই সন্দিহান। মধ্যম এবং ক্ষুদ্র উদ্যোক্তারাও আতংকের মাঝে আছেন।

কিন্তু অর্থনৈতিক পরিবেশের সাথে মিডল ক্লাস পেশাজীবী এবং মধ্যম এবং ক্ষুদ্র উদ্যোক্তাগোষ্ঠী খুবই গুরুত্বপুর্ণ। এদেরও টেককেয়ার করা দরকার, মোটিভেট রাখা দরকার, পথ দেখান দরকার, জানান দরকার কিভাবে যেকোন পরিস্থিতিতে পারফর্ম করা যায়, কোলাবোরেট করা যায়। তাদেরকে জানান উচিত যে, তারা একা না। এদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি ফিজিক্যাল ফিটনেসটাও বড় চ্যালেঞ্জ।

যেকোন বিজনেসের বড় ভিত্তি এই মিড লেভেলের পেশাজীবীরা। দেশের ইকোনোমি এদের হাত দিয়েই ঘুরে সামনের দিকে এগিয়ে যায়। প্রায় তিন কোটি কর্মজীবী এখন করোনার এই সময়ে ঘরে বসে আছেন।

এদেরকে টার্গেট করে একটা মিনি ভিডিও ক্যাম্পেইনের কথা ভাবছি আমরা। প্রস্তুতি শেষের দিকে আমাদের। ইতোঃমধ্যে, বেশ কিছু সিনিয়ার এবং নবীন পেশাজীবীদের সাথে কথা বলেছি।

তারই আলোকে আমরা নিচের টপিকগুলো ঠিক করেছিঃ

• Home staying Procedure • Regular Activities • Family Fun

• Work from Home • Self Development at home • Contribution to Corona • Preparing for the Next

• Strategic Career Planning • Career Progress Idea • ROI of Home Staying • New Avenues of Work • Physical Fitness •Fooding and Nutrition

CATEGORY SPONSORS

Most Popular

Walton
To Top