Walton
News

ওয়ালটনের মুনাফা নয় মাসে বেড়েছে ৫১২ কোটি টাকা

ওয়ালটনের মুনাফা

ওয়ালটনের মুনাফা গত জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে বেড়েছে ৫১২ দশমিক ৪২ কোটি টাকা বা ২০৫ শতাংশ

চলতি বছর পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পণ্য বিক্রি উল্লেখযোগ্য হারে। যার পরিপ্রেক্ষিতে চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় ওয়ালটন হাই-টেকের মুনাফা বেড়েছে ৫১২ দশমিক ৪২ কোটি টাকা বা ২০৫ শতাংশ। ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৮তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আর্থিক ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম নয় মাসে কোম্পানিটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৭৬২ দশমিক ৩৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২৪৯ দশমিক ৯১ কোটি টাকা।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ওয়ালটনের মুনাফা হয়েছে ৪২১ দশমিক ৯৮ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২৩৫ দশমিক ৫৫ কোটি টাকা।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ১৭ পয়সায়, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮ টাকা ২৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির এনএভিপিএস পুনর্মূল্যায়ন ব্যতীত দাঁড়িয়েছে ২৫৮ টাকা ২২ পয়সা। পুনর্মূল্যায়নসহ ৩৫৯ টাকা ৬৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২২ টাকা ৮৮ পয়সা।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির আর্থিক ব্যয়ের পরিমাণ ও শতকরা হার আগের বছরের একই সময়ের তুলনায় অনেকাংশে কমেছে। প্রথম নয় মাসে বিক্রির বিপরীতে আর্থিক ব্যয়ের শতকরা হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ দশমিক ৭৯ শতাংশ।

এছাড়া ডলারের বিপরীতে বাংলাদেশী মুদ্রার মান কমে যাওয়ায় গত অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটি ৩৯২ দশমিক ৭৩ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। সেই ক্ষতি চলতি বছরের আলোচ্য সময়ে উল্লেখযোগ্য হারে কমে মাত্র ৪১ দশমিক ৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

 

CATEGORY SPONSORS

Most Popular

Walton
To Top